
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে আতিক হাসান (১৭) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা দক্ষিণ পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। নিহত আতিক হাসান বুড়িরচালা গ্রামের সৌদি প্রবাসী আয়নাল হকের ছেলে।
নিহত আতিক হাসানের মা জানান, আমার ছেলের প্রায় তিন বছর ধরে মাথায় সমস্যা। কী কারণে এমন করলো আমি জানি না। সে কোনো কিছু নিয়েই কখনও বায়না করে নাই।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।