
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পশুখাদ্যের দোকান ও ভেটেরিনারি ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এ সময় প্রসিকিউটরের ভূমিকায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিন।
অভিযানে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা ৪ অনুযায়ী লাইসেন্স না থাকা, পশু খাদ্য ও মেডিসিন (এন্টিবায়োটিক ও বিদেশী ঔষধ) একই দোকানে রাখা, নিষিদ্ধ এন্টিবায়োটিক রাখা, মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ভ্যাকসিন সংরক্ষণসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেসার্স তালুকদার ফিড” কে ১০ হাজার টাকা ও মেসার্স সরকার পোল্ট্রি কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ২টি পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় তাদের খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিন জানান, পশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স করাসহ দেশীয় আইন বিধি মেনে ব্যাবসা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়।