
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন । এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন অপর দুই আরোহী। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক রামপুরের সারোয়ার হোসেনের ছেলে রাব্বি (১৭)। আহতদের মধ্যে একজনের নাম ইফাদ এবং অপরজন জাহিদ। তিনজনই উপজেলার রামপুর হলপাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি, ইফাদ ও জাহিদ একটি মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। চালক হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার সময় একজনের মাথার মারাত্মক আঘাতে মগজ বের হয়ে আসে।