স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের ভার্চুয়ালি উদ্বোধন করেন এনআইএলজির (গ্রেড-১) মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শিহাব রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআইএলজির গবেষণা ও পরিকল্পনা বিভাগের যুগ্মপরিচালক মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, মহিলা বিষযক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় মাসব্যাপি এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১৪ ইউনিয়ন থেকে বাছাই করা ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান।