স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ টাঙ্গাইলের উপপরিচালক মো. শিহাব রায়হান।
তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের ছলে প্রতিবন্ধি সুনাম উদ্দিন ও ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের নিত্য ভৌমিকের ছেলে প্রতিবন্ধি অনন্ত ভৌমিক বলেন, শারীরিক প্রতিবন্ধি হওয়ায় একা একা চলা ফেরা করতে পারেন না তাঁরা। আর্থিক অনটনের কারণে হুইল চেয়ারও কেনতে পারছিলেন না। উপজেলা পরিষদ থেকে ইউএনও স্যার তাদের হুইল চেয়ার দেয়ায় এখন তারা হুইল চেয়ারে বসে কিছুটা হলেও নিজে নিজে চলাফেরা করতে পারবেন।
মির্জাপুর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৫জন প্রতিবন্ধির মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবিদল খান জানিয়েছেন।