স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে। সোমবার (৫ মে)স সন্ধ্যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাঙ্গাইল শাখার সদস্য সচিব আবু আহমেদ শের শাহ, সহ মুখপাত্র মাহামির খান, যুগ্ম আহবায়ক মনসুর হেলাল, এনসিপির সংগঠক মাসুদুর রহমান রাশেল, কামরুজ্জামান শাওন, খন্দকার মাসুদ পারভেজ প্রমুখ। এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।