
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আসিফ (১৭)। তিনি কালিহাতী উপজেলার নরদহি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ হাতিয়া এলাকায় প্রাইভেট পড়ে সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই আসিফের পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ পৌঁছানোর আগেই মরদেহটি নিয়ে যান।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও নিহতের পরিবারের সদস্যরা এর আগেই লাশটি নিয়ে যান।