সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রাতের অন্ধকারে কৃষি জমি নষ্ট করে অবৈধ ভেকু ব্যবহার করে মাটি কাটা ও পরিবহন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালায়। এ সময় তিনটি মাটিবাহী ট্রাক জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার পারখী, নাগবাড়ী ও বীরবাসিন্দা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে বৃহস্পতিবার (৮ মে) মিধ্যরাতে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা, পারখী ও নাগবাড়ী ইউনিয়নে অভিযান চালানো হয়।
অভিযানে বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর এলাকায় বাংলা ড্রেজার বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু পরিবহনে ব্যবহৃত ৩-৪ শত ফুট পাইপ ধ্বংস, নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটি এলাকায় কৃষি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে তিনটি ট্রাক জব্দ ও পারখী ইউনিয়নের ভিয়াইল দক্ষিণ পাড়া এলাকায় একই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, বালু মহালসহ নদীর পাড় ও ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। জব্দকৃত ৩টি ট্রাক হেফাজতে রাখা হয়েছে। ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।