
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের সমান সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি মারুফ তালুকদার রাহিমকে গোপালপুর কামিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা এবং শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে গোপালপুর কামিল মাদ্রাসার শিক্ষক মিলন আয়তনে নবাগত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় মাদ্রাসার শিক্ষক, নবাগত সভাপতি এবং কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য আলোচনায় উঠে আসে।
গোপালপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর কামিল মাদ্রাসার নবাগত সভাপতি মারুফ তালুকদার রাহিম, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সালাম, অভিভাবক সদস্য আবু বক্কর ওমরী ও হাবিবুর রহমান তালুকদার।
বিদুৎশাহী সদস্য আলা আমিন ও কামরুল ইসলাম, আহ্বায়ক আউয়াল তালুকদার, শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেন, বজলুর রহমান ও মশিউর রহমান, অফিস সহকারি আকরাম হোসেনসহ আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।