স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল গ্রামে ফ্রিজ এন্ড ফ্রিজ ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মুথারচালা স্বপ্নছায়া স্পোটিং ক্লাবের আয়োজনে ফ্রিজ এন্ড ফ্রিজ ফাইনাল ভলিবল খেলায় প্রধান অতিথির ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ইস্যু তৈরি করছে। দীর্ঘ সতের বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। তাঁরা এখন তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চাতক পাখির মতো অপেক্ষা করছে। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের জনগণ যে কোন সময় রাস্তায় নেমে আসবে। সেজন্য তিনি দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।
মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সম্পাদক জুলহাস মিয়া, আলতাফ মিয়া, আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক সাঈদ আনোয়ার, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে প্রধান অতিথি আবুল কালাম আজাদ খেলার বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।