স্টাফ রিপোর্টার ॥
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি দিনার, ছাত্র প্রতিনিধি মিনহাজ আলী, ফয়সাল আহমেদ, গোলাম রাব্বানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সুজন, ফজলে রাব্বি, সাদমান, আতিকুল ইসলাম আতিক, রবিউল ইসলাম রনি ও নোমানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বর্তমান সরকারের কাছে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন। তা না হলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন।