
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক পৃথক অভিযানে ৪ জনকে আটক ও বালু ভর্তি দুটি ট্রাক এবং একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ মে) সকালে উপজেলার পৌলী মন্ডলবাড়ি ঘাট ও বেলটিয়া থানা ঘাট এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এবং মহেলা বালু ঘাটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বালুভর্তি দুটি ট্রাক জব্দ ও বালু উত্তোলনে জড়িত ৪ জনকে আটক করে তাদেরকে জরিমানার আওতায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া দিয়েছেন।
অপরদিকে মহেলা বালু ঘাটে অভিযান চালিয়ে একটি এক্সেভেটর ভেকু জব্দ করেছে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার বিয়ারামারুয়া গ্রামের রাজু (৩৫), সজিব (২৮), বেলটিয়া গ্রামের আবু সাঈদ (৩২) ও ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী গ্রামের আমিনুল ইসলাম (৩০)।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক বলেন, উপজেলার পৌলী মন্ডলবাড়ি ঘাট ও বেলটিয়া থানা ঘাট এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তারা জরিমানা প্রদান করে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে।