
গোপালপুর সংবাদদাতা ॥
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো কবিতা প্রহরে। শনিবার (১০ মে) বিকালে হেমনগরের নিধুবনের ঘাটে কবিতা প্রেমী গোপালপুরবাসী অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর তথা উত্তর টাঙ্গাইলের সাহিত্য অঙ্গনের বটবৃক্ষ অধ্যাপক বানীতোষ চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গান গাইলেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
কবিতা প্রেমী গোপালপুরবাসীর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্জু আনোয়ারা ময়না। গোপালপুর বৈরান সাহিত্য সংস্কৃতিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী।
উত্তর টাঙ্গাইলের প্রথিতযসা সাহিত্যিকরা এ অনুষ্ঠানে কবিতা, আলোচনা ও গান পরিবেশন করেন।