
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়ুনউদ্দিনের মেয়ে।
শুক্রবার (৯ মে) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। সে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
আখির চাচা জামাল হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার কালিকাপুর গ্রামে শুক্রবার (৯ মে) রাত ৯টায় ঘরে টেবিলের উপর থেকে বই আনতে হাত দেয় আঁখি।
এ সময় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। পাশ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।