
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের রাবনা বাইপাসে ব্যাটারি চালিত অটো ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক হোসেন (৭০) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের বাড়ী ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাবনা বাইপাস থেকে ব্যাটারি চালিত অটোতে উঠে বাইপাস পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সকলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন মৃত্যুবরন করেন। বাকিরা সকলেই প্রাথমিক চিকিৎসা নেন।
তাবলীগ জামাতের ত্রিমাসিক জোটে অংশগ্রহণের জন্য ঘাটাইল থেকে তারা টাঙ্গাইল মারকাজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আহতদেও বাড়ি ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়ন এবং ধলাপাড়া ইউনিয়ন আর সাগরদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এ ঘটনায় আহত একজন একাব্বর জানান, আমরা তাবলীগ জামাতের সকল কার্যক্রমে অংশগ্রহণ করি। এলাকায় তিন দিনের জামায়াতে এবং চল্লিশ দিনের জামায়েত গিয়েছে। আমরা ভাবতেও পারিনি আমাদের সাথে এমন ঘটনা ঘটবে। সড়কে জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশে নিরাপদ সড়ক চাই। এমন দুর্ঘটনায় যেনো মানুষের অকালে মৃত্যুবরণ করতে না হয়।