
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে অভিযান চালিয়ে বালু উত্তোলন ও মাটি কাটা এবং বিক্রির সময় বালুর ঘাট থেকে একটি ভেকু (বালু তোলার যন্ত্র) ও ৬টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
শনিবার (১০ মে) রাতে উপজেলার পৌলী নদীর মহেলা বালু ঘাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার (১০ মে) রাতে উপজেলার পৌলী নদীর মহেলা বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর (ভেকু) এবং ৬টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। এছাড়াও মাটি বিক্রির জন্য তৈরি একটি অবৈধ রাস্তা কেটে দেয়া হয়েছে।