ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মেয়েদের জন্য নিরাপদ বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ মে) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক নূরুল আলম, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, রকিবুল হোসেন, দি হাঙ্গারের প্রোগাম অফিসার আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।