
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফের মা সৈয়দা শামছিয়ারা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। রোববার (১১ মে) রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। সৈয়দা শামছিয়ারা উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার নুরুন্নবীর স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর বানিয়ার জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফের মা সৈয়দা শামছিয়ারা বেগমের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, স্বাক্ষরিত শোক বার্তায় ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা সৈয়দা শামছিয়ারা প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। শোক বার্তায় উল্লেখ করে বলা হয়, মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।