
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সোমবার (১২ মে) রাতে ও মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম ও কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক। দেলোয়ার হোসেন সাথীর বাড়ি কালিয়া ইউনিয়নের কচুয়া অন্য দু’জনের বাড়ি কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।