
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সাথে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান টাইম গ্রুপের পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিচালকবৃন্দ তাদের ব্যবসার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সালাম পিন্টুকে অবহিত করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু গভীর মনোযোগ সহকারে পরিচালকদের কথা শোনেন।
মতবিনিময় সভায় এডভোকেট আব্দুস সালাম পিন্টু টাইম গ্রুপের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, আপনাদের অগ্রগতিতে আমি আনন্দিত। আর এফ এল ও ওয়ালটন একদিনে তৈরি হয়নি। ছোট থেকেই তারা বড় হয়েছে। যদি আপনাদের মধ্যে ঐক্য থাকে, চিন্তার মিল থাকে তাহলে আপনারা অনেক বড় হতে পারবেন। আমি আপনাদের সফলতা কামনা করি। আপনাদের কোনো কাজে আমার সহযোগিতা লাগলে আমি যথাসাধ্য চেষ্টা করবো।
টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা এলাকায় টাইম গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল, এমডি মোহাম্মদ আলমগীর হোসেন স্বপন, অফিস সেক্রেটারী অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ট্রেজারার অধ্যাপক মঞ্জুর হাসান, পরিচালক মীর মোশাররফ হোসেন, হাফিজুর রহমান শাহীন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিচালক আলোচনায় অংশ নেন। বিএনপির এ কেন্দ্রীয় নেতা টাইম গ্রুপের পরিচালকদের ব্যবসা প্রসারে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি টাইম গ্রুপের পরিচালকদেরকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, টাঙ্গাইলের আবাসন সমস্যা সমাধানে টাইম গ্রুপ টাঙ্গাইলে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।