
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কের সদর উপজেলার মীরের বেতকা এলাকায় আন্ডারপাস নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।বুধবার (১৪ মে) সকালে মীরের বেতকা এলাকাবাসীর উদ্যোগে মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি কাজী আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কাজী মোঃ হাফিজুর রহমান, প্রফেসর আব্দুল মোমেন তালুকদার, কাজী বজলুর রহমান এবং মীরের বেতকা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও মীরের বেতকা এবং আশেপাশের এলাকার নানা শ্রেণী পেশার মানুষজন।
রের বেতকা গ্রামের উপর দিয়ে টাঙ্গাইল-বরংগাইল মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এই গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা আছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই একটি বাজার আছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রায় এক হাজারের অধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। প্রতিষ্ঠানের নিকট দিয়ে বরাবর চলে গেছে টাঙ্গাইল বরংগাইল মহাসড়ক। এলাকার আধিকাংশ লোকজন রাস্তার বিপরীত পাশে বসবাস করে। প্রতিদিন কয়েকটি গ্রামের অধিকাংশ লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং তাদের সন্তানদের লেখাপড়ার স্বার্থে ও নিত্য প্রয়োজনীয় কেনা কাটার জন্য বাজারে আসা যাওয়া করতে হয়। অনিয়ন্ত্রনভাবে গাড়ী চলাচলের কারণে বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আশংকা জনক বেড়ে যাওয়ায় এলাকাবাসী দারুন ভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি আন্ডারপাস নির্মাণের দাবি উপস্থাপন করেন।