স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, গত (৩ মে) মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কারখানার ইনচার্জ তাজুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বুধবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে প্রথমে কাজল ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।