স্টাফ রিপোর্টার ।। পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষেনকুরবানীকৃত পশুর চামড়া লবন দিয়ে সংরক্ষণ ও বাজারে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগম এবং বিভিন্ন এলাকার ইমামগণ, চামরা ব্যবসায়ী ও লবণ ব্যবসায়ীগণ।