
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। দেশের মানুষ অধীর আগ্রহে তাঁর অপেক্ষায় আছে। বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজ পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদে্যুৎসাহী সদস্য রুহুল আমিন, হারুন অর রশিদ সিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মহিবুর রহমান, দাতা সদস্য ওয়াজ উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে কলেজ পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ সোহরাবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলবাজী করা চলবে না। শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশবাসীর দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী নির্বাচনে অবশ্যই মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি অন্তবর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।