
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেস সমাবেশ আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ শোয়েব মাহমুদ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসাইল শাখার আমীর আফজাল হোসেন,বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া।