সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত নৌকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে কালিহাতীর কুর্শাবেনু এলাকায় নিজ বাড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী পারাপারের মাঝপথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিফাত কালিহাতী উপজেলার কুর্শাবেনু এলাকার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাঝি ছিলেন এবং নদী পারাপারে নৌকা চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রায় ২০ মিনিট ধরে টানা বৃষ্টি হচ্ছিল। এই সময়েই একটি ভয়াবহ বজ্রপাত ঘটে। আর তাতেই প্রাণ হারায় কিশোর সিফাত।
স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে সে মারা যান।