স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্ত দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির জন্য গনতন্ত্র ও নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১৬ মে) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাসাস এর বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা সদরের জহুর বাড়ি মোড়ে উপজেলা জাসাস এর আহবায়ক হাশেম রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা জাসাস এর সদস্য সচিব মাসুদুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক গাজী মাসুদ রানা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব,খন্দকার মোবারক হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ। সভার সঞ্চালনা করেন উপজেলা জাসাস এর সদস্য সচিব নেহাজ উদ্দিন।
প্রধান বক্তা হযরত আলী মিঞা তাঁর বক্তব্যে বলেন, দলের প্রতিটি কমিটি গঠনে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। কোন অবস্থাতেই কমিটি গঠনে পকেট কমিটি গঠন করতে দেয়া হবে না। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বর্ধিত সভায় মির্জাপুর উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।