
স্টাফ রিপোর্টার ॥
“টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে ইন্ড্রাস্টিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীতে ইন্ড্রাস্টিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন আইবিডাব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। আইবিডাব্লিউএফ জেলা শাখার সভাপতি রেজাউল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শহীদ ফারুকী, জেলা শাখার সহ-সভাপতি নুরুজ্জাহীদ কচি, জেলা শাখার কোষাধ্যক্ষ রাফিউল আলম রুমু।
টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সৈয়দ জোবায়ের আব্দুল্লাহ, অধ্যাপক মিজানুর রহমান, জসিম উদ্দিন ও কবির খান শুর।
এ সময় বক্তারা বলেন, সৎ ব্যবসায়ী তৈরী করার উদ্যোগ নেওয়া সততা, দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন নতুন উদ্যোক্তা তৈরী করার কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা। এই লক্ষ্যে কোরআন হাদিসের ব্যাখ্যাও তুলে ধরেন। বিশ্বের সফল ব্যবসায়ীদের জীবনী আলোচনাও করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইবিডাব্লিউএফ জেলা শাখার সফল উদ্দোক্তা মোহাম্মদ জোবায়ের।