
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে কৃষি সম্প্রসারণ বিভাগ বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নিরাপদ কৃষি কর্মসূচি মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষক-কিষাণীদের নিয়ে প্রথমে গ্রুপ গঠন করছেন। এরপর এদেরকে যুগোপযুগী প্রশিক্ষণ এবং ডিজিটাল কৃষিকার্ড প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগ সুত্রে জানানো হয়, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ, নামক প্রকল্পের আওয়তায় উপজেলার কয়েকটি গ্রামে কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি করা হয়। এ সুসংবদ্ধ পার্টনার স্কুল গ্রুপের মাধ্যমে কৃষিবিদরা কৃষকদের নানামুখি প্রশিক্ষণ দিচ্ছেন। প্রকল্পের কাজ সফলভাবে চলছে। নিরাপদ কৃষির মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য দেশবিদেশে বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেয়া হচ্ছে।
এ কার্যক্রমের প্রশিক্ষণ ও উদ্দীপনা পর্যবেক্ষণ উপলক্ষে শনিবার (১৭ মে) গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে কৃষি বিষয়ক এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের উপ পরিচালক কৃষি আশেক পারভেজ। বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মৎস্য অফিসার সৌরভ কুমার, কৃষক আব্দুর রউফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নবাগত সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান ও তৌসিকুর রহমান।