
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইস) অবহিতকরণ সেমিনার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক (প্রতিষ্ঠান-২) মোহাম্মদ রেজাউর রহমান। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবদুর রাজ্জাক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতসহ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।
সেমিনারে প্রান্তিক বিভিন্ন পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।