
স্টাফ রিপোর্টার ॥
দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকা, ঢাকা টাইমস্ এর জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল করিমের পিতা আব্দুল বারী মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৪ বছর।
শুক্রবার (১৬ মে) দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে রাত আনুমানিক ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাঁর পিতার নাম মৃত বশির মিয়া ও মাতা মৃত জেলাতন বেওয়া। তিনি মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৭ মে) সকাল ১১টায় মঙ্গলহোড় উত্তর পাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তার লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হামিদুল হক মোহন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সম্পাদক জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, দেলদুয়ার উপজেলা যুবদলের সভাপতি অপু তালুকদার শিপলুসহ বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবিসহ এলাকাবাসী।
সাংবাদিক রেজাউল করিমের পিতা আব্দুল বারী মিয়ার মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও দৈনিক মজলুমে কন্ঠ পত্রিকা পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্বার মাগফিরাত কামনা করছেন।