
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারায় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকালে বানিয়ারা এসএস ক্লাব মাঠে সুপার ওভারের খেলায় উপজেলার উপুল্কি গ্রামের ব্রাদারহুড বটতলা ক্লাব ১১ রানে ডোকলাহাটি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। দুপুরে খেলার উদ্বোধন করেন সাউদান অ্যাপারেলস হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইলিয়াস হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, বিএনপি নেতা খন্দকার রাজিউল মতিন ধ্রুব প্রমুখ।
খেলায় ডোকলাহাটি একাদশ ১৩.২ ওভারে ১৩৮ রান সংগ্রহ করে ১৩৯ রানের টার্গেট দেয়। জবাবে ব্রাদারহুড বটতলা ১৫ ওভারে ১৩৮ রান সংগ্রহ করলে ম্যাচ ড্র হয়। পরে উফুল্কী একাদশ ১ ওভারে ২৩ রান সংগ্রহ করে পাওয়ার প্লেতে। বিপরীতে ডোকলাহাটি ১ ওভারে ১২ রান সংগ্রহ করলে ব্রাদার হুড উফুল্কী বিজয়ী হয়।
বিকেলে খেলার বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ ও রানরআপ দলের হাতে টিভি তুলে ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম।