
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মজিবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা প্রধান শিক্ষক মজিবুর রহমানের নিয়োগ বাণিজ্য, স্কুলের টাকা লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে প্রধান শিক্ষক ২০২৫ সালের সরকারি নতুন পাঠ্য বই কেজি দরে কালো বাজারে বিক্রি করতে গেলে বইসহ ট্রাক ছাত্র-ছাত্রীরা আটক করে। বইসহ ট্রাকটি উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। প্রধান শিক্ষকের এমন অপকর্মে স্কুলসহ এলাকার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন অভিভাবক ও এলাকাবাসি। দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মুজিবর রহমানের পদত্যাগসহ এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, এখনো আমরা ২৫ সালের তিন বিষয়ের বই পাইনি। প্রধান শিক্ষকের কাছে বই চাইতে গেলে বলে বই আসেনি। অথচ প্রধান শিক্ষক বৃহস্পতিবার (১৫ মে) নতুন বই বিক্রি করে দেন। আমরা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পদত্যাগ চাই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ছানোয়ার হোসেন ছামান, বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুর রহমান সুমন, মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান মিন্টনসহ শত শত ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বইসহ ট্রাক আটক করে। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আটককৃত ট্রাক জব্দ করেন।