
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
ছাত্রদল নেতা শাহবিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দূষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রদল এ অবস্থান কর্মসূচী পালন করেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সাচব মনির হোসনের সঞ্চালনায় অবস্থান কর্মীসূচীতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ। এ সময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।