
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নের আগদিঘুলীয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সরকারি নতুন পাঠ্য বই বিক্রি ও নিয়োগ বাণিজ্য সহ স্কুলের টাকা লুটপাটের অভিযোগে প্রধান শিক্ষক এর পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যালয় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মো.ছানোয়ার হোসেন, বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুর রহমান, মোকনা ইউপি সদস্য মো. আতিকুর রহমানসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।