
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) রাতে টাঙ্গাইল সদরের একটি রেস্টুরেন্ট থেকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াকিল আহমেদ উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের হাজী আব্দুল আলীম আলালের ছেলে।
পুলিশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আবির নামে এক শিক্ষার্থী বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা করেন। মামলা নম্বর-৮ তাং ০৮/১১/২০২৪।
ওই হামলার ঘটনায় পুলিশি তদন্তে ছাত্রলীগ নেতা ওয়াকিলের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনার সত্যতা স্বীকার করেন গ্রেপ্তার ওয়াকিল আহমেদকে সোমবার (১৯ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।