
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে জব্বার মিয়া হত্যাকান্ডের মুল হোতাসহ দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার সুদামপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন এলাকাবাসি। বিক্ষোভ সমাবেশে বক্তারা জব্বার হত্যার দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবি জানান।
এদিকে হত্যাকান্ডের এজাহার ভুক্ত ২নং আসামি সুদামপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বেল্লাল হোসেনকে (৫০) পুলিশ সোমবার (১৯ মে) রাতে থানার সামনে থেকে গ্রেফতার করে। তবে পৈচাশিক এ ঘটনার মুলহোতা বিএনপি নেতা বাদশা মিয়া এখনো অধরা রয়েছেন।
অপরদিকে জব্বার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে বিএনপি নেতা বাদশা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনাটি বাদশা মিয়ার পরিবারের লোকজন নাকি বিক্ষুব্ধ জনতা দ্বারা সংগঠিত হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সমাজ সেবক গোলাম মওলা, নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক, মামুদনগর ইউনিয়ন জামায়েত ইসলামির সভাপতি মাও. মাসুদুর রহমান, সেক্রেটারি ইউসুফ মিয়া, ইউনয়ন যুবদলের সহ-সভাপতি মতিয়ার রহমান, ওয়ার্ড যুবদলের সভাপতি ফজলে রাব্বি প্রমুখ। কর্মসূচিতে স্কুল, মাদ্রসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম জানান, কারো ব্যক্তিগত দায় দল নিবে না। তিনি নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে বাদশা মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। মুল অপরাধিসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।