
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচীতে নেওয়া ডেকোরেটরের মালামাল রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ মে) ভোর রাতে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (২১ মে) সকাল ১০ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে কে বা কারা কর্মসূচিতে নেওয়া ডেকোরেটরের মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে আনিশা ডেকোরেটরের মালিক আল আমিন জানান, বুধবার (২১ মে) কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচীতে আমি ডেকোরেটরের মালামাল ভাড়া দেই। সেই সুবাধে মঙ্গলবার সন্ধ্যায় প্যান্ডেলের ফ্রেম তৈরির কাজ শেষ করে চেয়ার, টেবিল সহ ডেকোরেটরের অন্যান্য মালামাল রেখে আসি।
বুধবার (২১ মে) সকালে সম্পূর্ণ কাজ ডেলিভারি দিতে হবে বিধায় ভোরে আমি আমার লেভার নিয়ে কলেজে আসি। এসে দেখি কে বা কারা সমস্ত মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। তখন দেখি শুধু ধোঁয়া উঠছে। একটি মালামালও পুড়ার বাকি নেই। আমার অনেক ক্ষতি হয়ে গেল।
এদিকে আয়োজকরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, কলেজের দুইটি দল। তাদের একত্রে কাজ করার কথা ছিল। পরে তাদের মধ্যে মতবিরোধ হলে তারা তাদের মঞ্চ খুলে নিয়ে যায়। শাহ আলম সাহেবের লোকজন চলে গেছে অনেক আগেই এবং টিটো সাহেবের পক্ষের লোকজন মৃদুল’রা এমনিই ঘোরাফেরা করতেছে। আগুনের ঘটনাটি সত্য নয়।