ঘাটাইল প্রতিনিধি ।। মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়। বুধবার (২১ মে) সকালে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনেস্কো হামদান পুরস্কারপ্রাপ্ত গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানী সিডিপি চত্বরে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন - সিডিসির সভাপতি ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান। সিডিসির সহ-সভাপতি ফনিন্দ্র পাল, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনামনি খানম, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া, এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেমিনারটি পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশারফ হোসেন।
এসময় বক্তারা শিশুবান্ধব ও নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিতকরণে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা,পাঠদান পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার কৌশল,মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নে কমিউনিটির ভূমিকা,শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও নৈতিকতা বিকাশে স্কুলের ভূমিকা,বিদ্যালয়ের টেকসই ব্যবস্থাপনা ওঅংশগ্রহণমূলক পরিকল্পনা গ্রহণ,অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন,সেমিনারে অংশগ্রহণকারীরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ধরনের উদ্যোগ শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও শিশু-কেন্দ্রিক করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।