
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১ টায় টাঙ্গাইল সদর থানার ছিলিমপুর ইউনিয়নের শাহানশাগঞ্জ বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছিলিমপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং অত্র ইউনিয়ন যুবদল সভাপতি নাদিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।
সদর থানা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান, সদস্য সচিব ইকবাল তালুকদার, কাওসার আহমেদ, যুবদল নেতা লিটন, মহিলা দল নেত্রী রহিমা আক্তার, সনিয়া হামজা, অপু, শাহনাজ পারভিন ও রওশনারা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন এডভোকেট মমতাজ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।