স্টাফ রিপোর্টার ॥
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব- উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল বাছাই কার্যক্রমে সদর উপজেলার ৬০ জন ফুটবলার অংশগ্রহণ করে। এখান থেকে ৪০ জন ফুটবলার বাছাই করে ২১ দিনের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ফুটবল বাছাই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।