স্টাফ রিপোর্টার ॥
এমবিএসটিইউ রিডার জোন ও সোচ্চার স্টুন্ডেস নেটওয়ার্ক, মাভাবিপ্রবি চ্যাপ্টার-এর যৌথ আয়োজনে দেশবন্ধু গ্রুপ এর সহযোগিতায় আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Mental Health Awareness Talk for Suicide Prevention & Recognition Ceremony” শীর্ষক এক সেমিনার বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।