
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আরও সক্রিয় হতে হবে। নিজ নিজ এলাকার মাদক ব্যবসা, ধাঙ্গাবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে থানা পুলিশকে দিনে ও রাতে সব সময় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পাক্ষিক অবহিতকরণ সভায় এসব কথা বলেন। এ সময় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, জনগনের শান্তি বিঘ্নিতকারী, দাঙ্গা-হাঙ্গামা বা কলহ সৃষ্টিকারীদের বিষয়ে পুলিশকে আগাম অবহিত করতে হবে। অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।