
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে মহাসড়কের গোড়াই ও উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকালে মহাসড়কের গোড়াই ও সন্ধ্যায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য তার সঙ্গে ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় সিদ্ধান্ত পবিত্র ঈদুল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়ক ও উপজেলা সদরের সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বিকালে উপজেলা প্রশাসন, সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ,বি. এম আরিফুল ইসলাম।
এ সময় উপজেলা শহরের ব্যস্ততম সড়কে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ৩ জন ব্যবসায়ীর প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে ২ হাজারসহ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মহসড়কের গোড়াই ওভার ব্রিজের নীচ থেকে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.বি.এম আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।