
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, টাঙ্গাইল হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার পরিবহনের (সিলেট মেট্রো-জ-১১-০০১০) বাস টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের পুলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসের সঙ্গে এডজাস্ট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন এবং বাসের ভিতরে থাকা আরও এক বাসের যাত্রী চাঁপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।