
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল সদর থানার ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দাইন্যা ইউনিয়ন মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারণ সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।
এ সময় আরো বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদল সদস্য আজাদ মিয়া, মহিলা দল নেত্রী রহিমা আক্তার, সোনিয়া হামজা, অপু, শাহনাজ পারভিন, সাজেদা বেগম ও হাওয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন এডভোকেট মমতাজ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।