
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সন্তোষ থেকে তোরাপগঞ্জ পর্যন্ত রাস্তা মেরামত ও ধলেশ্বরী সেতুর পশ্চিম ও পূর্ব পাশে নদীর তীরে গাইড বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল তিনটায় সদর উপজেলার সচেতন জনসাধারনের উদ্যোগে ধলেশ্বরী সেতুর পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পোড়াবাড়ী ইউনিয়ন ইমাম, মুয়াজ্জিন-উলামা পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইব্রাহীম হোসেন জিহাদী পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার অধ্যক্ষ ও টাঙ্গাইল সদর উপজেলা জামায়াতে ইসলামীর মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য শওকত আলী, কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ, বিএনপির সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাছ পারভীন, গণ অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মশিউর রহমান।
কাতুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আনছারী, দাইন্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা রুহুল আমীন রশিদী, পোড়াবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ আক্তার হোসেন প্রমুখ।