
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে এক সপ্তাহে ৩ শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে দুই মামলার ২ অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিকে গত ৭ দিনে ৩ শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম শিশু ধর্ষণ চেষ্টার বিষয়ে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ইউনিয়নের পাইকপাড়া গ্রামের লাভু মিয়া (৫০) পালিয়ে যায়। ঘটনার পর শিশুর বাবা থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার।
এর আগে গত (১৫ মে) বানাইল ইউনিয়নের মাঝালিয়া এলাকায় ৭ বছরের অপর আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঁন মিয়া নামে এক ব্যক্তিকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর দুই দিন আগে গত (১৩ মে) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামে ৭ বছরের আরও এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। ওই অভিযোগে ত্রিমোহন গাড়াইল গ্রামের বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ৭ দিনে ৩ শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
ধর্ষণ চেষ্টার প্রতিটি মামলার বিবরণ ও পারিবারিক সূত্রগুলো জানায়, অভিযুক্তরা শিশুদের পরিচিত ও প্রতিবেশী। তারা শিশুদের আদর ও তাদের সঙ্গে খেলার কথা বলে অথবা খাবার কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে থাকে। যেহেতু অধিকাংশ শিশু ধর্ষণ চেষ্টাকারী তাদের পরিচিত ও প্রতিবেশী। সেজন্য শিশুদের পরিচিত ও প্রতিবেশী খারাপ প্রকৃতির মানুষের কাছ থেকে দূরে রাখতে বলা হচ্ছে।
এক্ষেত্রে অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর প্রতিটি ঘটনায় পৃথক মামলা নেয়া হয়েছে। ধর্ষণচেষ্টাকারী ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।