
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ভুক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সেমিনারের আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুল মোতালেব মিয়া ও কালিহাতী থানার ওসি জাকির হোসেন। এ সময় কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন।
সেমিনারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, টাঙ্গাইল শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাছ মিয়া, ভূঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষে শুকুর মাহমুদ, তৌহিদুল ইসলাম, মজনু মিয়া।
এনজিও প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ শফি, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গণমাধ্যমকর্মীসহ এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে ও হস্তশিল্প কারিগরসহ ১০ টি জনগোষ্ঠীর প্রায় ৩৫ জন মানুষ অংশ নেয়।