
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে। সরকারি অফিসে সেবা নিতে এসে জনগণ যেন হয়রানি শিকার না হয় সেই বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে হবে।
শনিবার (২৪ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সচিব সাইফুল্লাহ পান্না উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জনগণ হয়রানিমুক্ত পরিবেশে সঠিক সেবা পাচ্ছে কিনা এ বিষয়ে খোঁজখবর নেন এবং এ সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এর আগে সচিব উপজেলার ১১ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার ও ৪ জন যুব মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপন করেন।